ছোট পর্দায় নায়িকা সাবিলা নূর। দর্শকদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। নাটকে বেশ নিয়মিত। পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপণে মডেলও হন। এবার মিউজিক ভিডিওতে মডেল হলেন এ অভিনেত্রী। গানটির শিরোনাম এখনো ঠিক হয়নি। কবির বকুলের লেখা গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল। শনিবার থেকে ঢাকার লোকেশনে শুটিং শুরু হয়েছে গানটির।
গানটির ব্যাপারে কথা বলেছেন সাবিলা নূর। তিনি বলেন, ‘নাটকে তো অভিনয় করিই। এ ছাড়া বিজ্ঞাপনে মডেল কিংবা ফটোশুটও করা হয়। কিন্তু কখনো মিউজিক ভিডিওর মডেল হওয়া হয়নি। তা ছাড়া ভাবলাম, নতুন একটা কিছু করা যেতেই পারে। পরীক্ষামূলকভাবে কাজটি করে দেখিই না, কেমন হয়। এ কারণে কাজটি করছি।’
সাবিলা আরো বলেন, ‘এটি যে গানের সঙ্গে শুধুই অঙ্গভঙ্গি দিয়ে মডেল হিসেবে কাজ করছি, তা নয়। গানে একটি গল্পও আছে। পাশাপাশি সেই গল্পে অভিনয়ও করতে হচ্ছে। এর আগে এভাবে মিউজিক ভিডিও করা আমি দেখিনি। তা ছাড়া দেখলাম ইমরানের গান তো ভালো হয়। সবাই তার গান পছন্দ করেন। আমার নিজেরও তার গানে কাজ করার আগ্রহ ছিল। গানটি লেখাও আমার পছন্দের মানুষ বকুল ভাইয়ের। সবকিছুতেই ব্যাটে–বলে মিলে গেছে।’
গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন সৈকত রেজা। তিনি জানান, শেষ হয়েছে শুটিং। এটি আগামী ঈদুল ফিতরে সিএমভিতে প্রকাশের কথা আছে।
আরআই