সব বিভাগে ঝড় হতে পারে

০১ জুন ২০২২

আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সবগুলো বিভাগেই বিচ্ছিন্নভাবে ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এজন্য নদীবন্দরে ১ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে তারা। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু নিয়ম মেনে চট্টগ্রাম উপকূলে অগ্রসর হচ্ছে এখন, এটা আগামী তিন দিনের মাথায় বর্ষায় রূপ নিতে পারে বলেও মনে করছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাস অনুযায়ী,  এ সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায়  সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের মাইজদিকোর্টে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর