আড়াই হাজার কোটির বেশি টাকার ৯ প্রকল্প অনুমোদন

০১ জুন ২০২২

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বুধবারের (১ জুন) বৈঠকে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রায় ২ হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা  প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

অনুমোদিত প্রকল্পগুলো হলো— রূপকল্প ২০৪১: দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র সঞ্চয় যোজন প্রকল্প; রংপুর জেলাধীন  পীরগঞ্জ, হারাগাছ ও বদরগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প; দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা প্রকল্প; বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জন্য ৫০টি বিজি এবং ৫০টি এমজি যাত্রীবাহী ক্যারেজ পুনর্বাসন প্রকল্প; ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প; বানৌজা শের-ই-বাংলা পটুয়াখালী স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প; রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন প্রকল্প; দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (এসএএসইসি) সমন্বিত বাণিজ্য সুবিধা সেক্টর উন্নয়ন প্রকল্প: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএলপিএ) অংশ প্রকল্প এবং দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (এসএএসইসি) সমন্বিত বাণিজ্য সুবিধা সেক্টর উন্নয়ন প্রকল্প: জাতীয় রাজস্ব বোর্ড অংশ প্রকল্প।

এমকে


মন্তব্য
জেলার খবর