প্যাকেটজাত চাল বিক্রি বন্ধে আইন হচ্ছে: খাদ্যমন্ত্রী

০১ জুন ২০২২

দেশের বাজারে কোনও প্যাকেটজাত চাল বিক্রি করা যাবে না। আর চালের ব্যবসায়ীরা দেশের অভ্যন্তরীণ বাজার থেকে চাল কিনতেও পারবেন না- এমন বিধান সম্বলিত একটা আইন সরকার করেতে  যাচ্ছে  বলে সাংবাদিকদের জানালেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১ জুন) সচিবালয়ে খাদ্যমন্ত্রীর দফতরে  এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

অতি দ্রুত এ আইন করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী। এর আগে গেল সোমবার মন্ত্রিসভার বৈঠকে চালের দর নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের অ্যাকশনে যাওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

খাদ্যমন্ত্রী বলেন, দেশের বাজারে  প্যাকেটজাত চাল বিক্রেতারা যেন দেশের বাজার থেকে চাল কিনতে না পারে- সেই সিদ্ধান্ত নেবে সরকার। তারা নিজেদের মিল থাকলে সেখানে প্যাকেটজাত করতে পারবে। সরকারের বেঁধে দেওয়া পরিমাণের চেয়ে বেশি চাল গুদামে রাখা যাবে না- সেগুলো অবৈধ চাল হবে, সিলগালা করা হবে। 

প্রধানমন্ত্রী নিজেও বাজার মনিটর করছেন উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি মজুতদার আওয়ামী লীগের কেউ হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

এমকে


মন্তব্য
জেলার খবর