পঞ্চগড়ে কেজিতে চালের দাম বেড়েছে ৬-৮ টাকা

০১ জুন ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে বোরো ধান কাটার ভরা মৌসুমেও  প্রতি কেজিতে চালের দাম বেড়েছে ৬-৮ টাকা। অন্যান্য নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। মোকামে চাল সংকট না থাকলেও দাম বেশি নেওয়ার কারণ জানেন না চাল ব্যবসায়ীরা।

পঞ্চগড় বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের ব্যবধানে ৫০ কেজির বস্তা প্রতি গুটি স্বর্ণায়  ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকা, স্বর্না পাইজামে সাড়ে ৪০০ টাকা, আটাশ ২০০ টাকা, উনত্রিশ ২০০ টাকা, মিনিকেট ২০০ টাকা, কাঠারী আতপ ২০০ টাকা দাম বেড়েছে।  বর্তমানে ৫০ কেজির বস্তা প্রতি গুটি স্বর্ণা ২ হাজার ৩৫০ টাকা, স্বর্না পাইজাম ২ হাজার ৫০০টাকা, আটাশ  ২ হাজার ৬০০ টাকা, উনত্রিশ ২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

চালের ক্রেতা নুর নবী, সোহেল রানা, আব্দুর রহিম বলেন, ভোগ্যপণ্যের সঙ্গে চালের দামও বাড়ায় সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছে তারা। চালের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, প্রচুর মজুত থাকা সত্ত্বেও ১০-১৫ দিনের ব্যবধানে ৫০ কেজির বস্তা চালের দাম ২০০-৪০০ টাকা বাড়িয়েছেন মিলাররা। এ জন্য আমরাও বাড়তি দামে বিক্রি করছি। তানিম অটো রাইস মিলের প্রোপাইটর মো. জিন্নাহ জানান, চালের দাম বাড়ার বিষয়টি জানা নেই। তবে গুটি ধানের দাম বাড়ার ফলে চালের দাম বাড়তি। জেলা কৃষি বিপণনের বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা মো.আব্দুল গফুর জানান, বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় চালের দাম কিছুটা বেড়েছে।

 

মো.সম্রাট হোসাইন/এমকে


মন্তব্য
জেলার খবর