আগামী ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী তাদের জাতীয় সম্মেলন সম্পন্ন করবে। দলটির উপদেষ্টা পরিষদের সভায় সূচনা বক্তব্যে বিষয়টি জানালেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা হয়।
শেখ হাসিনা বলেন, তার সরকার তৃণমূল পর্যায় থেকে উন্নয়ন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রতিবার বাজেট ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে পদ্মাসেতুর বিষয়টিও উল্লেখ করেন, ৭৫-এর ১৫ আগস্ট পরবর্তী দেশের রাষ্ট্র পরিচালনার নাজুক অবস্থার কথাও তুলে ধরেন। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ১৫ আগস্টের শহীদ ও প্রয়াত উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এমকে