ভোলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে এক চাউল ব্যবসায়ীর বাসা থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত ৮ বস্তা সরকারি চাউল উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় চৌকিদারসহ ওই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে বাসাটি সিলগালা করে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মে) রাতে টবগী ইউনিয়নের মনিরাম বাজারে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন চাউল ব্যবসায়ী নাছির তালুকদার ও ৬ নং ওয়ার্ডের চৌকিদার আনর আলী। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ চাউল উদ্ধার করা হয়। প্রণোদনা হিসেবে জেলেদের জন্য বরাদ্দ দেওয়া হয় এ চাউল। উদ্ধার করা চাউল ও আটককৃতদের বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। ব্যবসায়ী নাছির তালুকদার বলেন, আনর আলী ও স্থানীয় এক ইউপি সদস্যর কাছ থেকে এ চাউল কিনেছেন তিনি। ৩৩ টাকা ধরে কেনা চাউলের পরিমাণ ২০ মণ। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন ফকির বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে