পকেটমারির অভিযোগে বলিউড অভিনেত্রী গ্রেপ্তার

১৪ মার্চ ২০২২

কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে পকেটমারির অভিযোগে রূপা দত্ত নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী নিজেকে বলিউড অভিনেত্রী হিসেবে পরিচয় দিয়েছেন। খবর আনন্দ বাজারের।

 

শনিবার বইমেলায় বেশ কয়েকটি মানিব্যাগ ডাস্টবিনে ফেলে চলে যাচ্ছিলেন। বিষয়টি দায়িত্বরত পুলিশদের চোখে পড়ে। সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।

 

তার কাছ থেকে ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারী স্বীকার করেছেন যে জনবহুল এলাকা ও বড় বড় অনুষ্ঠানে গিয়ে তিনি মানুষের পকেটে হাতসাফাই করতেন। তার কাছ থেকে একটি ডায়েরিও উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা রয়েছে টাকার হিসাব। তার কাছ থেকে বেশ কিছু মানিব্যাগও উদ্ধার করা হয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর