মন্তব্য
চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে কম পরিমাণ রেমিট্যান্স এসেছে দেশে, পরিমাণে ১২ কোটি ৫৫ লাখ ডলার। আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে এ কমের পরিমাণ ২৮ কোটি ৫৭ লাখ ডলার। গে মে মাসে ১৮৮ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বুধবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ব্যাংকের হিসাবে, গত এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ৮ লাখ ডলার। গত বছরের মে মাসে রেমিট্যান্স আসার অংক ছিল ২১৭ কোটি ১০ লাখ ডলার। তবে সামনে কোরবানির ঈদ উপলক্ষে চলতি মাসে রেমিট্যান্স বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এমকে