কমেছে রেমিট্যান্স

০১ জুন ২০২২

চলতি বছরের এপ্রিল মাসের তুলনায় মে মাসে কম পরিমাণ রেমিট্যান্স এসেছে দেশে, পরিমাণে ১২ কোটি ৫৫ লাখ ডলার। আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে এ কমের পরিমাণ ২৮ কোটি ৫৭ লাখ ডলার। গে মে মাসে ১৮৮ কোটি ৫৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বুধবার (১ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের হিসাবে, গত এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ২০১ কোটি ৮ লাখ ডলার।  গত বছরের মে মাসে রেমিট্যান্স আসার অংক ছিল ২১৭ কোটি ১০ লাখ ডলার। তবে সামনে কোরবানির ঈদ উপলক্ষে চলতি মাসে রেমিট্যান্স বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এমকে


মন্তব্য
জেলার খবর