বকেয়ায় বিচ্ছিন্ন হবে বিদ্যুতের সংযোগ, নির্দেশ প্রধানমন্ত্রীর

০২ জুন ২০২২

আইনি নোটিশ দেওয়ার পরও বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। সরকারি ও বেসরকারি সব ধরনের সংযোগের ক্ষেত্রেই এ ব্যবস্থা নিতে হবে। এ নির্দেশনা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে রাজশাহী এবং রংপুর বিভাগে নেসকো’র আওতাধীন এলাকায় স্মার্ট প্রি পেইড মিটার স্থাপন শীর্ষক প্রকল্প অনুমোদনকালে বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে কথা ওঠে, তখন এ নির্দেশনা দেন। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে এ বৈঠক হয়।

এদিকে বৈঠক শেষে সচিবালয়ে প্রেস বিফ্রিংকালে এ নির্দেশনা দেওয়ার কথা জানান  পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিদ্যুৎ বিভাগের হিসাব অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরির গ্রাহকের কাছে ৮ হাজার ৫৫৬ কোটি ৬৩ লাখ টাকা পাওনা রয়েছে বিদ্যুৎ বিভাগের । এর মধ্যে বেসরকারি খাতে ছয় হাজার ৯৬২ কোটি ৭৪ লাখ, আর বাকি ৭৪৬ কোটি ৮৬ লাখ টাকা রয়েছে সরকারি বিভিন্ন দফতরে।

প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে প্রকল্পটি নিয়ে আলোচনাকালে প্রধানমন্ত্রী বিদ্যুতের আধুনিকায়ন বিষয়েও কথা বলেন। বকেয়ার বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন- নোটিশ দেন, যদি পাওনা না দেয়- কেটে দেন।

এমকে


মন্তব্য
জেলার খবর