পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) আবু হাসান মুহাম্মদ তারিকের বাসা থেকে তাঁর শিশু গৃহকর্মীর গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুন) সন্ধ্যার দিকে রাজধানী ঢাকার রমনা পুলিশ কমপ্লেক্সস্থ শিমুল ভবনের ১৪/এ ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহকর্মীর নাম মৌসুমী আক্তার (১৪)। সে টাঙ্গাইলের বাইচাইল গ্রামের মৃত মোক্তারের মেয়ে। তার মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ।
সূত্র জানায়, এদিন বিকাল আনুমানিক ৪টার সময় এআইজিপি আবু হাসান মুহাম্মদ তারিকের বাসায় দুধ পৌঁছে দিতে যান তাঁর দেহরক্ষী এএসআই ফজলুল হক। বাসায় প্রবেশের জন্য তিনি কলিংবেল টিপলেও ভেতর থেকে কেউ প্রবেশ পথের দরজা খোলেনি। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে বিষয়টি পুলিশকে জানান তিনি। পরে রমনা থানা পুলিশ দরজা ভেঙ্গে ফ্ল্যাটটির ভেতরে ঢোকে এবং দেখতে পায়- মৌসুমী আক্তার বাসার বারান্দায় জিমের জন্য লাগানো লোহার আংটার সাথে গলায় দড়ি পেঁচানো অবস্থায় ঝুলে আছে। রমনা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন এবং ঢাকা মেট্রো পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত ছিল। সূত্র আরো জানায়, ঘটনার সময় তারিকের স্ত্রী অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রণালয়ে তার অফিসে ছিলেন। এ দম্পতির দুই মেয়ে মার্কেট করতে বাসার বাহিরে ছিলেন।
এমকে