বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদ

০২ জুন ২০২২

বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। এটি একটি ‌‘সি গ্রাস’ বা সামুদ্রিক ঘাস, যা নিউইয়র্কের ম্যানহাটন এলাকার চাইতেও তিনগুণ বড়। অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে এ গাছটির সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেন তারা।

 

গাছটির জিনগত পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন, অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে পানির নিচের বৃহৎ এ ঘাসটি আসলে একটিই গাছ। ধারণা করা হচ্ছে, একটি মাত্র বীজ থেকে সাড়ে চার হাজার বছর ধরে গাছটি বেড়ে উঠেছে।

 

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেছেন, এ সি গ্রাস ২০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে আছে, যা আকারে ২০,০০০ ফুটবল মাঠের সমান।

 

অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে ৮০০ কিলোমিটার উত্তরে শার্ক বে-তে অনেকটা আকস্মিকভাবেই বিজ্ঞানীরা এ উদ্ভিদের খোঁজ পান। এরপর তারা এ উদ্ভিদের জিনগত বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করেন।

 

এ সি গ্রাসটি ‘রিবন উইড’ নামেও পরিচিত। অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলে এ উদ্ভিদটি পাওয়া যায় বলে জানান বিজ্ঞানীরা। গবেষণার লক্ষ্যে বিজ্ঞানীরা উপকূল থেকে এ গাছটির অঙ্কুর সংগ্রহ করেন এবং প্রায় ১৮,০০০ জিন পরীক্ষা করে দেখেন। এর মাধ্যমে তারা সেখানে কতোগুলো উদ্ভিদ আছে সেটা বোঝার চেষ্টা করেন।

 

গবেষণার পর গবেষণায় নেতৃত্ব দেওয়া জেন এজলো জানান, গবেষণার উত্তরে আমরা চমকে গেছি, সেখানে মাত্র একটিই গাছ। শার্ক বে-র ১৮০ কিলোমিটার-জুড়ে এ একটিই গাছ ছড়িয়ে পড়েছে, ফলে এখনও পর্যন্ত এটিই বিশ্বের বৃহত্তম উদ্ভিদ।


মন্তব্য
জেলার খবর