অনেক দিনই হচ্ছে দেশের বাজারে ভোজ্যতেল ক্রয় নিয়ে ভোক্তাদের হাপিত্যেসের যেন শেষ নেই। বৈশ্বিক পরিস্থিতিকে কারণ দেখিয়ে গেল মে মাসের প্রথম সপ্তাহে তেল দর সমন্বয় করা হয়, এতে লিটার প্রতি তেলের দর ঠেকে দুইশ’ টাকায়। তবে ইতোমধ্যেই বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। আর তাই এ তেলের দামের বিষয়ে নতুন খবর দিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বললেন, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে নতুন দাম নির্ধারণ করা হবে। তবে দাম বাড়বে না, বরং কমানোর আভাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। দ্বিতীয় চা দিবস উপলক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
বাণিজ্যমন্ত্রীর কথায়, আগামী ৫-৭ দিনের মধ্যে গেল মে মাসের পুরো তথ্য নিয়ে তেলের দাম যে রিভিউ করা হবে, তাতে দাম বাড়ার সম্ভাবনা নেই। দামটা কমবে, পাম অয়েলের ক্ষেত্রে যথেষ্ট পড়বে। সয়াবিনেও বাড়বে না, সে রকমই আশা করা যায়। ছয়-সাত দিনের মধ্যে যে সভাটা হবে, সেটি অ্যাসেস করে দেখে নতুন দাম নির্ধারণ করা হবে।
নতুন দাম নির্ধারণের কারণ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা শুরু হয়েছে। পাম অয়েলের দাম কমেছে এবং সয়াবিনের দাম কমার দিকে লক্ষ করা যাচ্ছে। তাছাড়া ইন্দোনেশিয়াও রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তাই এক-দুই মাস ধরে রিঅ্যাসেস করা হবে। তিনি বলেন, বিশ্ববাজারে আজকেও তেলের দাম কমেছে। আজকের দামের প্রভাব ফেলতে সময় লাগবে এক থেকে দেড় মাস।
প্রসঙ্গত, গত এক বছর ধরে দেশে ভোজ্যতেলের বাজারে অস্থিরতা চলছে। গত ৫ মে তেলের দাম বাড়ানো হয় প্রায় ৪০ টাকা। প্রতি লিটার সয়াবিন তেল বোতলজাত ১৯৮ টাকা এবং খোলাটা ১৮০ টাকা, ৫ লিটারের বোতল ৯৮৫ টাকা আর পরিশোধিত পাম সুপার তেল ১৭২ টাকা নির্ধারণ করে দেয় সরকার। বিশ্ববাজারে উর্ধ্বমুখি দরের কারণ দেখিয়ে তেলের এ দাম সমন্বয় করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। এদিকে সমন্বয়ের এ দর নিয়ে সাধারণ মানুষের মধ্যে রীতিমতো অসন্তোষ বিরাজ করছে, শুরুতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শুরু হয় সরকারের সমালোচনা। রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের স্বার্থ বিবেচনার কথা জানিয়ে তেলের দাম কমানোর দাবি জানিয়ে আসছে।
এমকে