অর্চিতা স্পর্শিয়া। ছোট পর্দায় বেশ জনপ্রিয়। তবে ছোট পর্দায় বেশ অনিয়মিত। অভিনয় করেছেন বেশকিছু সিনেমায় খুব বেছে বেছে ভালোমানের কাজ ব্যতীত যুক্ত হচ্ছেন না কোনো প্রজেক্টের সঙ্গে। বর্তমানে ওয়েব সিরিজে বেশ ব্যস্ত সময় পার করছেন।
সম্প্রতি কয়েকটি ওয়েব সিরিজের কাজ টানা শেষ করেছেন। বিঞ্জের ব্যানারে আশরাফুজ্জামানের পরিচালনায় ‘আইজ্যাক লিটন’ নামের ওয়েব সিরিজে বিদেশ থেকে দেশে আসা একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। এখানে সহশিল্পী হিসেবে পেয়েছেন মোশাররফ করিমকে।
দেশের আরেক ওটিটি চরকির জন্য ‘নিখোঁজ’ নামের আরেকটি সিরিজের কাজও শেষ করেছেন সম্প্রতি। রিহান রহমানের পরিচালনায় এতে সহশিল্পী হিসেবে পেয়েছেন শ্যামল মওলা, আফসানা মিমি, শিল্পী সরকার অপু, শতাব্দী ওয়াদুদসহ অনেককেই। অন্য সিরিজটির নাম ‘দ্য হলি গান সিজন-১’। সিনেবাজ অ্যাপের জন্য নির্মিত এ সিরিজে স্পর্শিয়ার বিপরীতে দেখা যাবে শাহেদ শরীফ খানকে। এটি নির্মাণ করেছেন ইয়াসির আরাফাত জুয়েল।
স্পর্শিয়া বলেন, এখন সময়টা আসলে ওয়েবের। ওটিটি প্ল্যাটফরমে সিরিজ, সিনেমা দেখার মানুষের সংখ্যা বাড়ছে। আমাদের শিল্পীদের এ মাধ্যমে কাজের ইচ্ছা বাড়ছে। তাই কয়েকটি সিরিজে অভিনয় করলাম দর্শকদের কথা চিন্তা করে। আশা করি, দর্শকদের ভালো লাগবে।