মন্তব্য
শুক্রবার (৩ জুন) সকালে চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী ঢাকার আশকোনা হজ অফিসে উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন। ঢাকা থেকে আগামী ৫ জুন শুরু হচ্ছে হজ ফ্লাইট।
অনুষ্ঠানে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, এবার ঢাকা থেকে হজ ফ্লাইট শেষ হবে ৩ জুলাই। সৌদি আরবে হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই, শেষ হবে ১৪ আগস্ট। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ উদযাপিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন।
এমকে