দেশের হজ যাত্রীদের হয়রানি কমাতে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, আধুনিক প্রযুক্তি নির্ভর করে হজ ব্যবস্থাপনাকে প্রভূত উন্নয়ন সাধন করা হয়েছে। শুক্রবার (৩ জুন) রাজধানী ঢাকার আশকোনায় হজ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় হজ যাত্রীদের কাছে দেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা আরো বলেন- যারা হজ পালন করতে যাচ্ছেন, তারা যেন সুষ্ঠুভাবে হজ পালন ও ইবাদত বন্দেগি করতে পারেন তা নিশ্চিত করা তার সরকারের কর্তব্য। প্রধানমন্ত্রী হজ পালনকালে সৌদি আইন মেনে চলার মাধ্যমে দেশের ভাবমূর্তি বজায় রাখতে সচেষ্ট থাকতে হজ যাত্রীদের প্রতি আহবান জানান এ সময়। সেই সঙ্গে হজযাত্রীদের সুবিধায় তার সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান। আরও বক্তব্য দেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান প্রমুখ।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে হজ উদযাপিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাচ্ছেন।
এমকে