১০ টাকার চালের আওতা বাড়াতে হবে: অর্থনীতিবিদ খলীকুজ্জামান

০৪ জুন ২০২২

বর্তমান পরিস্থিতিতে দেশে ১০ টাকার চালের যে যে আওতা আছে তা বাড়াতে হবে বলে মনে করছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জামান আহমদ। একই সঙ্গে সামাজিক বেষ্টনী কর্মসূচি বাড়ানোর পরামর্শ দিয়েছেন এ অর্থনীতিবিদ। শনিবার (৪ জুন) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে সরকারকে এ পরামর্শ দেন।

অর্থনীতিবিদ খলীকুজ্জামান বলেন, অনেক দেশের তুলনায় কম হলেও মূল্যস্ফীতি এ দেশে যেভাবে বাড়ছে, তাতে সামনে বড় সমস্যা দেখা দেবে। এতে কৃষক-শ্রমিকদের প্রকৃত আয় কমে যাবে। সামাজিক বেষ্টনী কর্মসূচি না বাড়ালে, যারা দেশের সমমালিক তাদের অর্থনীতির বিধ্বস্ত হয়ে গেলে সমস্যা। খলীকুজ্জামান তার বক্তব্যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়েও কথা বলেন। জানান- তিস্তা চুক্তি হয়নি, হওয়ার সম্ভাবনা আছে বলেও মনে হয় না। যেটি করা যায়- যা আছে, সেটা নিয়ে পরিকল্পনা করা।

গঙ্গা তিস্তা মেঘনা নদীর ব্যবস্থাপনা ও পানির ওপর কৃষক ও আদিবাসীর অধিকার শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। মাহামুদুল হাসান মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- শেখ রোকন, ফজলে হোসেন বাদশা এমপি প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর