সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ও দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশা ও শাল্লা উপজেলায় বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও সমাবেশ হয়েছে। শনিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ধর্মপাশায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি বেনুয়ার হোসেন খান, আওয়ামী লীগ নেতা জহির উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন, গোলাম ফরিদ খোকা, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।
অন্যদিকে শাল্লায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও শাল্লা ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার মিয়া, বাহাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, কৃষক লীগের সাবেক সভাপতি কাজল কান্তি চৌধুরী, উপজেলা কৃষক লীগের আহবায়ক রঞ্জিত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা জয়কুমার বৈষ্ণব, আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউসার, উপজেলা যুবলীগ নেতা ফেনী ভুষন সরকার, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি পলাশ চৌধুরী ও ছাত্রলীগ নেতা সন্দীপন দাস প্রমুখ।
সাইফ উল্লাহ/এমকে