মন্তব্য
রোববার (৫ জুন) থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন। এ অধিবেশনে আগামী অর্থবছরের (২০২২-২৩) প্রস্তাবিত বাজেট পাশ হবে। বিকাল ৫টায় শুরু হওয়া অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করবেন। এর আগে ১৮ মে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এ অধিবেশন আহবান করেন।
প্রাপ্ত তথ্যানুযায়ী শুরু হওয়ার একদিন পর ৭ জুন প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এরপর প্রস্তাবিত বাজেটের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন, ৩০ জুন পাস হওয়ার কথা রয়েছে এ বাজেট । বাজেটের বাইরেও কিছু গুরুত্বপূর্ণ বিল উত্থাপন এবং আগে উত্থাপিত কিছু বিল পাস হতে পারে এ অধিবেশনে।
এমকে