রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ যেন থামার নাম নেই। বারবার দুপক্ষ আলোচনায় বসেও কোনো লাভ হয়নি। দুপক্ষের মধ্যে সমান তালে লড়াই চলছে। বেসামরিক মানুষসহ হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। ইউক্রেনের মানুষ মানবেতর জীবনযাপন করছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুদ্ধ থামানোর আহ্বান জানানো হচ্ছে।
এবার সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে কাতার। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দমিত্র কুলেবাকে টেলিফোন কলে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এ আহ্বান জানান।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এ সময় ইউক্রেন ইস্যুতে আরো উত্তেজনা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী গঠনমূলক আলোচনার মাধ্যমে ও কূটনৈতিক উপায়ে বিরোধের মীমাংসা করার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বিরোধের সমাধান শান্তিপূর্ণ উপায়ে করার আহ্বান জানিয়েছেন।