১২ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি আগুন

০৫ জুন ২০২২

১২ ঘণ্টা পেরিয়ে গেলেও চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, থেমে থেমে এখনো বিস্ফোরণ হচ্ছে। কতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব, সেটা নিশ্চিত করে বলতে পারছে না ফায়ার সার্ভিস। শনিবার (৪ জুন) রাত ১০ টার দিকে এ ডিপোতে আগুন লাগে,  কীভাবে আগুন লেগেছে তাও এখনো বলতে পারছে না ফায়ার সার্ভিস।

এদিকে রোববার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। বলেন, এখনো বিস্ফোরণ ঘটা চলমান থাকায় আগুন নেভাতে কত সময় লাগবে তা বলা মুশকিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলার ২৫টি ইউনিট কাজ করছে। ঢাকা থেকে আরও একটা টিম আসছে। ঘটনাস্থলে ডিপো মালিকপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না।  এ দুর্ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট দিবেন তারা, জানান ফায়ার সার্ভিস প্রধান।

এমকে

 


মন্তব্য
জেলার খবর