বিদ্যুতের দামও বাড়বে

০৫ জুন ২০২২

গ্যাসের দাম বাড়ানোর পর এবার বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়টিও জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা নিয়ে রোববার (৫জুন) এক সংবাদ সম্মেলনে কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ফারুক বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম বাড়ায় বিদ্যুতের দামও বাড়বে। তবে সেটা কতটা বাড়বে তা এখনো স্পষ্ট হয়নি। এদিকে  গ্যাসের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্যুতের দাম বাড়ালে সাধারণ মানুষের ওপর আলাদা চাপ পড়বে বলে মনে করছেন অনেকেই।

সংবাদ সম্মেলনে গ্যাসের দাম ১২ দশমিক ৮১ ভাগ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। গত ১৮ মে পিডিবির পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি করে কমিশন। বর্তমানে এ বিদ্যুতের দাম প্রতি কিলোওয়াট ঘণ্টা ৫ টাকা ১৭ পয়সা থাকলেও ৮ টাকা ৫৮ পয়সা করার প্রস্তাব দেয়  পিডিবি। আর বিইআরসির কারিগরি কমিটি এ দাম ভর্তুকি সাপেক্ষ ৫ টাকা ১৭ পয়সা এবং ভর্তুকি ছাড়া ৮ টাকা ১৬ পয়সা করার সুপারিশ করে। গত অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে প্রায় ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দেয় সরকার। চলতি বছরের বাজেটেও ২৮ হাজার কোটি টাকার ভর্তুকি থাকছে।  এ ভর্তুকির ওপরই নির্ভর করছে বিদ্যুতের দাম কতটা বাড়বে।

সাধারণত জ্বালানির দাম ১০ ভাগ বাড়লেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়। দেশের মোট বিদ্যুতের ৬০ ভাগ এখনো গ্যাস দিয়ে উৎপাদন করা হয়।

এমকে

 


মন্তব্য
জেলার খবর