বেড়েছে খেলাপি ঋণ

০৫ জুন ২০২২

দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৪৪০ কোটি টাকা। শতকরা হিসাবে এ হার ৮.৫৩। চলতি বছরের মার্চের শেষের এ হিসাবটা উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে। নানা রকম ছাড় পাওয়ার কারণে খেলাপিরা ঋণ পরিশোধ করতে আগ্রহী হচ্ছে না বলে মনে করছেন অর্থনীতি বোদ্ধারা।

হিসাব অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ঋণের ৭.৯৩ শতাংশ ছিল খেলাপি। সে হিসাবে তিন মাসের ব্যবধানে খেলাপি বেড়েছে ০.৬০ শতাংশ। গত মার্চ শেষে  বিতরণ করা ঋণের পরিমাণ ছিল মোট ১৩ লাখ ২৯ হাজার ৭৩৫ কোটি টাকা। গত ডিসেম্বরে প্রান্তিকে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৩ হাজার ২৭৩ কোটি টাকা। এ হিসাবে তিন মাসে খেলাপি বেড়েছে ১০ হাজার ১৬৭ কোটি টাকা। গত বছরের মার্চের তুলনায় এ সময়ে খেলাপি বেড়েছে ১৮ হাজার ৩৫৫ কোটি টাকা।  

এমকে


মন্তব্য
জেলার খবর