সূচক বাড়লেও লেনদেন কমেছে

১৪ মার্চ ২০২২

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (১৩ মার্চ) সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বেড়েছে। বড় উত্থান হয়েছে সূচকের। আর আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। অন্যদিকে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

ডিএসইতে সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ৯৭ দশমিক ৫৮, ডিএসইএস ১৭ দশমিক ৭৭ ও ডিএস৩০ সূচক ৩৮ দশমিক ০৮ পয়েন্ট বৃদ্ধি পায়। ডিএসইএক্স ৬ হাজার ৭৬৫ দশমিক ৭৩, ডিএসইএস এক হাজার ৪৫৩ দশমিক ১৮ ও ডিএস৩০ সূচক দুই হাজার ৪৬৩ দশমিক ১৯ পয়েন্টে অবস্থান করে। ৩৮০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৭৩টির,কমেছে ৮৭টির  এবং বাকি ২০টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয় ৯৯৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৬১ কোটি ২০ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ৬২ কোটি ৪৬ লাখ টাকা। লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের চিত্র দেখা গেছে।

অন্যদিকে সিএসইর সূচক দুটির মধ্যে সিএসসিএক্স ১৪২ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৭৯ দশমিক ৭২ পয়েন্টে আর সিএএসপিআই ২৩৮ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭৯৯ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করে। ২৯৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১১টির, কমেছে ৬৫টির এবং ১৭টির অপরিবর্তিত ছিল। লেনদেন হয়েছে ৪১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭ কোটি ৯৬ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর