২২.৭৮ শতাংশ বাড়ল গ্যাসের দাম

০৬ জুন ২০২২

দেশে গ্রাহক পর্যায়ে প্রতি ঘনমিটারে গড়ে ২২ দশমিক ৭৮ ভাগ বৃদ্ধি করা হয়েছে গ্যাসের দাম। চলতি জুন মাস থেকেই নতুন দর কার্যকর হয়েছে। রোববার (৫ জুন) অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন মূল্যহার অনুযায়ী, আবাসিক পর্যায়ে এক চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা ও দুই চুলার বেলায় ১ হাজার ৮০ টাকা খরচ হবে। দাম বাড়ানোর আগে খরচ হতো যথাক্রমে ৯২৫ ও ৯৭৫ টাকা। এছাড়া মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি ঘনমিটারে খরচ ১৮ টাকা, আগে হতো ১২ টাকা ৬০ পয়সা। গ্যাসের মূল্যহার সবচেয়ে বেশি  বাড়ানো হয়েছে সার উৎপাদনে, ২৫৯ শতাংশ। এছাড়া বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬, মাঝারি শিল্পে ১০ দশমিক ০৯, বিদ্যুতে ১২ দশমিক ৮১, ক্যাপটিভে ১৫ দশমিক ৫২, চা-বাগানে ১১ দশমিক ৫০ এবং হোটেল-রেস্টুরেন্ট ও বাণিজ্যিক খাতে ১৫ দশমিক ৮৩ শতাংশ বাড়ানো হয়েছে। সিএনজির আর ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানো হয়নি। সিএনজির গ্যাসের দাম ৪৩ টাকাই রাখা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর