ডিপোতে বিস্ফোরণ, নাশকতার গন্ধ মালিকপক্ষের নাকে

০৬ জুন ২০২২

চট্রগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনার মাঝে নাশকতার গন্ধ পেয়েছেন মালিকপক্ষ। তাদের দাবি, ডিপোতে আট থেকে নয়শ’ কনটেইনার ছিল, কোনোটাই বিস্ফোরিত হয়নি। কেবল একটা কনটেইনারে কেন বিস্ফোরণ ঘটেছে। এতেই স্পষ্ট নাশকতা হয়েছে। সোমবার (৬ জুন) বিকালে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে বিষয়টি জানান প্রতিষ্ঠানটির পরিচালক আজিজুর রহমান। এ দুর্ঘটনায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

আজিজুর রহমানের কথায়, এ ডিপো থেকে কোনও কনটেইনার বের কিংবা প্রবেশের জন্য কাস্টমসের অনুমতি নিতে হয়। এখানে কোনও বিপজ্জনক রাসায়নিক পদার্থ থাকলে সেটা কাস্টমস কর্মকর্তাদের জানার কথা। প্রতিষ্ঠানটির পরিচালক এ দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

এর আগে শনিবার (৪ জুন) রাতে এ ডিপোতে আগুনের সুত্রপাত হয়। রোববার রাত পর্যন্ত ৪৯ জনের মৃতদেহ উদ্ধারের তথ্য পাওয়া যায়, তবে সোমবার (৬ জুন) প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় ৪১ জনের মৃতদেহ পাওয়া গেছে। আহত হয়েছেন ৪ শতাধিক।

এমকে

 


মন্তব্য
জেলার খবর