বগুড়ায় আগুনে সাংবাদিকের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

১৪ মার্চ ২০২২

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে এক সাংবাদিকের বসতবাড়ির দুটো ঘরসহ তার দোকান পুড়ে গেছে। এতে  মালামাল ও আসবাবপত্র মিলে আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীদের ধারণা শর্টসার্কিট  থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রোববার (১৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে পৌর শহরের বৈকাল বাজার এলাকায় ওয়ান টু নাইন্টি নাইন সপ নামের একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত সাংবাদিকের নাম অশোক কুমার।

জানা গেছে, আগুনে মালামালসহ দোকান ছাই হয়ে গেছে। দোকানে থাকা  পারফিউম, বডিস স্পেসহ প্লাস্টিক জাতীয় সামগ্রী থাকায় আগুন দ্রত ছড়িয়ে পড়ে ভয়াবহতার রূপ নেয়। শেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন জানান, দমকল গাড়ির রির্জাভ পানি ফুরিয়ে গেলে ২শ গজ দুরের একটি পুকুর থেকে পানি সংগ্রহের মাধ্যমে আগুন নিয়ন্ত্রন করা হয়। শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এবং শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর