চট্রগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনা তদন্তে একটা নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এর জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করা দরকার। সেই সঙ্গে নিহতদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ এবং আহতদের সঠিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাছাড়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জন নিহত হওয়ায় জাতীয় শোক ঘোষণা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (৬ জুন) রাজধানী ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন মির্জা ফখরুল। কমিশন গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দলনিরপেক্ষ এবং সরকারের সঙ্গে সম্পর্ক নেই, সত্যিকার অর্থে বিষয়গুলো যারা বোঝেন, তাদের দিয়ে তদন্ত করতে হবে। জানান, অন্য যে কোনও দেশে এমন ঘটনা ঘটলে শোক ঘোষণা করা হতো। তিনি বলেন, কী ভয়াবহ! মানুষের বডি খুঁজে পাওয়া যাচ্ছে না। একেবারে দগ্ধ হয়ে গেছে, চেনা যাচ্ছে না। বিস্ফোরণ যে হবে, এটা তারাও বুঝতে পারেনি। ফলে এ ঘটনাগুলো ঘটেছে।
প্রসঙ্গে শনিবার (৬ জুন) রাতে এ ডিপোতে আগুন লাগে। এ ঘটনায় এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু এবং দুই শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এমকে