করোনা, ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিসহ নানা কারণে দাম কিছুটা বাড়লেও শিগগিরই চালের বাজার স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক । বলেছেন, এ বছর দেশে পর্যাপ্ত চাল উৎপাদন হয়েছে, সংকট হবে না। সোমবার (৬ জুন) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন।
কৃষিমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে একজনও না খেয়ে মরেনি। কেউ না খেয়ে থাকার কষ্টও করেনি। দেশে যে সম্পদ ও রিজার্ভ রয়েছে, তাতে যে কোনও পরিস্থিতি মোকাবিলা করতে পারবে সরকার।
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু সম্মেলনে সভাপতিত্ব সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
এমকে