কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল ও পূনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রার্থীরা। সোমবার (৬ জুন) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা। চাকরি প্রার্থীদের অভিযোগ- ৩ জুন অনুষ্ঠিত এ পরীক্ষায় অনিয়ম ও দূর্নীতি হয়েছে। এ পরীক্ষার মাধ্যমে নিয়োগ হলে মেধাবীরা বঞ্চিত হবেন নিয়োগ থেকে।
অনিয়মের ফিরিস্তি হিসেবে চাকরি প্রার্থীরা বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রে সব প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই নিষেধাজ্ঞা অমান্য করে হলরুমে ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করেছেন। ঘড়ি নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও হলরুমগুলোতে সময় দেখার জন্য কোন ঘড়ির ব্যবস্থা ছিলো না। ওএমআর শিট পূরনের জন্য আলাদা সময় বরাদ্দ দেওয়ার কথা থাকলেও সেই সময় হল পরিদর্শকরা দেননি। কিছু কিছু কেন্দ্রে নির্ধারিত সেট কোডের বিপরীতে ভূল প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে এবং কিছু সময় অতিবাহিত হওয়ার পর ভূলটা পরিবর্তন করে সঠিক প্রশ্নপত্র প্রদান করা হয়। এতে চাকরি প্রার্থীদের অনেক সময় নষ্ট হয়ে যায়। বাহির থেকে মোবাইলে ক্ষুদেবার্তা এবং চিরকুট পাঠানো হয়েছে। অধিকাংশ কেন্দ্রে এ ধরণের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।
এমকে