শুধু পেশা হিসেবে না, মানবতাবোধ নিয়ে মানুষের পাশে থাকতে দেশের ডাক্তারদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন- ওষুধের চেয়ে ডাক্তারের দুটো কথা রোগীকে অনেক ক্ষেত্রে সুস্থ করে তোলে, আত্মবিশ্বাসী করে। সেই বিষয়টার দিকেও একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে ডাক্তারদের।
সোমবার (৬ জুন) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এ আহবান জানান। রাজধানীর মহাখালীতে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অনেক মানুষ এখন আর্থিকভাবে স্বচ্ছল। একটু হাঁচি-কাশি হলেই তারা বিদেশে চলে যায়। এতে দেশের হাসপাতালে রোগীর চাপ একটু কম পড়ে। কিন্তু করোনার সময় কেউ বিদেশে যেতে পারেনি, কারণ তখন সব দরজা বন্ধ ছিল। তখন দেশের হাসপাতালে তাদের চিকিৎসা বা ভ্যাকসিন নিতে হয়েছে। এ সময় অনেকেই মন্তব্য করেছেন- “বাংলাদেশেও যে এত সুন্দর হাসপাতাল আছে এটা তো আমরা কখনও দেখিনি, জানতামই না।”এ দেশেও যে আন্তর্জাতিক মানের সেবা দিতে পারে- এমন ডাক্তার ও নার্স আছে তা বিত্তশালীদের শিক্ষা দিয়েছে করোনা।
ক্ষমতা জনগণের সেবা করার একটা সুযোগ উল্লেখ করে প্রধানমন্ত্রীত্ব প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানবতাবোধ নিয়ে এ দেশের মানুষকে কীভাবে নিজের মতো সেবা করে যাবো- সেটাই আমার লক্ষ্য। সেটাই মানুষকে দিয়ে যাচ্ছি। এখানে প্রধানমন্ত্রী হিসেবে ভোগবিলাসে গা ভাসিয়ে দেওয়া নয়, দেশের জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং তাদের সেবার একটা সুযোগ বলেই মনে করেন শেখ হাসিনা।
এমকে