ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাকালে লাঞ্ছিত দুই ‘সাংবাদিক’ গ্রেফতার

১৪ মার্চ ২০২২

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহরে চাঁদাবাজির মামলায় দুই ‘সাংবাদিক’ কে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। রোববার (১৩ মার্চ) রাতে তাদের নামে মামলা হওয়ার পর গ্রেফতার দেখানো হয়। এর আগে প্রশাসনকে দিয়ে মাটি কাটার কাজ বন্ধ করানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টাকালে তাদের লাঞ্ছিত করে আইনের হাতে (পুলিশ) সোপর্দ করেন এলাকাবাসী। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে এ তথ্য।

গ্রেফতাররা হচ্ছে রফিকুল ইসলাম রনি ও সোহেল রানা জয়। রফিকুল ইসলাম রনি নিজেকে দৈনিক জনকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, বাংলাদেশ টুডে, খবর বাংলা ও দেশের কণ্ঠ পত্রিকার সাংবাদিক (প্রতিনিধি) পরিচয় দিত, এছাড়া তার ইউনিয়নে তার হাতে গড়া হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতিও সে, সাপ্তাহিক ও অনলাইন চলনবিলের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশকও এই রনি । সোহেল রানা জয় চলনবিলের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও ওই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক। রনি হান্ডিয়াল পাইকপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে আর জয় সিদ্ধিনগর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মোতালিবের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রোববার বিকালে অভিযুক্তরা হান্ডিয়াল বাঘলবাড়ি কৈ এলাকার বাসিন্দা ছুরমান আলী ও তার শ্যালকের কাছে নিজেদের দাবি করা টাকার লেনদেন নিয়ে জনরোষে পড়ে ও লাঞ্ছিত হয় অভিযুক্তরা। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও এজাহারের ভাষ্যানুযায়ী, ছুরমান আলী তার বাড়ি তৈরির জন্য মাটি কাটছিলেন তার শ্বশুরের সম্পত্তি থেকে। মাটি কাটছিলেন ভেকু মেশিন দিয়ে। মাটি কাটার কাজ চলমান রাখতে চাইলে ছুরমান আলীর শ্যালকের কাছে ১৫ হাজার টাকা চায় অভিযুক্তরা। অন্যথায় প্রশাসনকে দিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়ার ভয় দেখায়, কারণ হিসাবে জানায় ভেকু দিয়ে মাটি কাটা সরকারিভাবে নিষেধ। তাদের আস্ফালনে ছুরমানের শ্যালক ৪ হাজার টাকা দেয় তাদের। আরও ৬ হাজার টাকা দেওয়ার জন্য ১৩ মার্চ তারিখ নির্ধারণ করে দেয় অভিযুক্তরা। এ ঘটনা গত ১১ মার্চের। পূর্ব নির্ধারিত দিনে অভিযুক্তরা অবশিষ্ট টাকা আনতে সেখানে আবারও যায়। ছুরমানের শ্যালক টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা মাটি কাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এ সময় স্থানীয়দের জনরোষে পড়ে তারা।

চাটমোহর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরে ওই দুইজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। মামলাটি করেছেন ছুরমান আলীর শ্যালক সোনাবুল্লাহ। আসামিদের পাবনা আদালতে পাঠানো হচ্ছে।

এম.এ জিন্নাহ/ মহিদুল খান

 


মন্তব্য
জেলার খবর