১৩ হাজার কোটি টাকা মোবাইল অপারেটরদের কাছে পাবে সরকার

০৭ জুন ২০২২

দেশে মোবাইল অপারেটরদের কাছে বকেয়া ১৩ হাজার ৬৮ কোটি ২৫ লাখ ৯৩৪ টাকা পাবে সরকার। এর মধ্যে গ্রামীণ ফোনের  ১০ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা এবং টেলিটকের কাছে রয়েছে এক হাজার ৬৩১ কোটি ১৭ লাখ টাকা। একাদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে মঙ্গলবার (৭ জুন)  প্রশ্নোত্তর পর্বে  এ তথ্য দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্ন করেন জাতীয় পার্টি দলীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন (বাবলা)।

মন্ত্রী মোস্তফা জব্বার আরো জানান, গ্রামীণফোনের অডিট আপত্তির টাকার পরিমাণ ১২ হাজার ৫৭৯ কোটি ৯৪ লাখ ৭৬ হাজার ১৩৫ টাকা। এর মধ্যে তারা ২ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। রবি আজিয়াটার বকেয়া ৭২৯ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকা। তাদের অডিট আপত্তি ৮৬৭ কোটি ২৩ লাখ ৯১ হাজার ৪৭৬ টাকার  মধ্যে মাত্র ১৩৮ কোটি টাকা পরিশোধ করেছে। প্যাসিফিক বাংলাদেশ টেলিকমের (সিটিসেল) বকেয়া ১২৮ কোটি ৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা। গ্রামীণ ব্যাংক, রবি ও সিটিসেলের বকেয়া নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান বলেও জানান মন্ত্রী ।

 


মন্তব্য
জেলার খবর