মন্তব্য
গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও মূল্য হ্রাসের দাবিতে ৯ জুন থেকে টানা তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (৭ জুন) রাজধানী ঢাকার গুলশানে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল জানান, ৯ জুন ঢাকাসহ সব মহানগরে, ১১ জুন সব জেলা সদরে এবং ১৩ জুন উপজেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। তাদের স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। দলের সব অঙ্গসংগঠনও এ কর্মসূচি পালন করবে।
দেশে দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পাবে আশঙ্কা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, কোনও মতেই সাধারণ মানুষের পক্ষে এ ব্যয়ভার বহন করা সম্ভব না।
এমকে