মন্তব্য
ভোলা প্রতিনিধি:
পথেঘাটে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে ভোলার চরফ্যাসনের ওসমানগঞ্জ ইউনিয়নে মো. সামসুদ্দিন (৪৫) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান এ দণ্ড দেন। সামসুদ্দিন ওসমানগঞ্জ ইউনিয়নেরই ৯ নং ওয়ার্ডের বাসিন্দা জিয়াউল হকের ছেলে।
জানা যায়, ভুক্তভোগীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ দিলে সামসুদ্দিনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করলে ও অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দণ্ড দেওয়া হয়। চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন বলেন, দণ্ডপ্রাপ্ত যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে