ষড়যন্ত্র আছেই উল্লেখ করে পদ্মা সেতুর উদ্বোধনের দিনে দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাবধানে চলাফেরা করতে ও সাবধানে থাকতে বললেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার (৮ জুন) এক সংক্ষিপ্ত বার্তায় (এসএমএস) এ পরামর্শ দেন। রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভা চলাকালে এ এসএমএস পাঠান। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে দক্ষিণাঞ্চলের জনপ্রতিনিধিদের সঙ্গে এ সভা হয়। আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সভায় এটা পড়ে শোনান। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ।
বার্তার উদ্ধৃতি দিয়ে মির্জা আজম আরো জানান, প্রধানমন্ত্রী বলেছেন- গাড়ি যেন ওভারটেক না করে। ভলান্টিয়াররা সক্রিয় থাকবে। কোনও দুর্ঘটনা আনন্দ মাটি করে দিতে পারে, সাবধানে থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভায় দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের শীর্ষ নেতারা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমকে