পদ্মা সেতুতে যান চলবে ২৬ জুন থেকে

০৮ জুন ২০২২

আগামী  ২৬ জুন ভোর ৬টা থেকে পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এর আগের দিন (২৫ জুন) এ সেতুর উদ্বোধন করা হবে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক মতবিনিময় সভায় এমন তথ্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে সেতু বিভাগ এ সভা  করে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে অন্তর্ঘাতের চক্রান্ত আছে। সবাইকে সতর্ক থাকতে হবে। উদ্বোধনের আয়োজনে বিশ্বব্যাংককে আমন্ত্রন জানানো হয়েছে, তারা আসবে। জবাব দেবে কেন এ সেতুতে বিনিয়োগ নিয়ে এমন (দুর্নীতির অভিযোগ) করা হয়েছিল?  ওবায়দুল কাদের জানান, শুধু পদ্মার দুপাড়ের মানুষ নয়, পদ্মা সেতুর উপকারভোগী হবে গোটা বাংলাদেশের মানুষ।

এমকে


মন্তব্য
জেলার খবর