কামরুজ্জামান শাহীন,ভোলা :
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে পুকুরের পানিতে ডুবে আফনান (১৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বরাগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আফনান ওই ওয়ার্ডের প্রবাসী ইব্রাহীম খলিলের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আফনান দুপুরে দিকে ফুটবল নিয়ে নিজেদের বাড়ির উঠানে খেলা করছিল। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করেন। আশপাশে না পেয়ে বাড়ির পুকুরে নেমে তার সন্ধান করা হয়। সেখানে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্বজনেরা তাকে চরফ্যাশন হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শশীভুষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমকে