প্রায় দেড় কোটি টাকার চরঘেলা জালে আগুন

০৮ জুন ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলার সদর উপজেলায় ৪ লাখ মিটার দৈর্ঘ্যের অবৈধ চরঘেরা জাল আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে। এর আগে মেঘনা নদীর তুলাতুলি (ধনিয়া ইউনিয়ন) পয়েন্ট এলাকা থেকে এ জাল জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। পোড়ানো জালের বর্তমান বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৪০ লাখ টাকা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জন এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তুলাতুলি এলাকায় মেঘনা নদীর পাড় থেকে এ জাল জব্দ করা হয়। তিনি আরও বলেন, এ জাল মৎস্য বিভাগের উপস্থিতিতে মেঘনা নদীর পাড়েই আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে । জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর