মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলা সদরে এক পরিবেশকের (ডিলার) গুদাম থেকে রূপচাঁদাসহ বিভিন্ন কোম্পানির ৬ হাজার ২শ’ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এ সময় সয়াবিন মজুতজাত করার দায়ে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা এবং গোডাউন সিলগালা করা হয়েছে। রোববার (১৩ মার্চ) রাতে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।
দণ্ডিত ডিলারের নাম রাসেদুল আমিন। তার গোডাউনটি আবহাওয়া অফিস রোড এলাকায় স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পাশে। ভোলা জেলা কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তা মো. মোস্তফা সোহেল বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ওই গোডাউনে অভিযান চালানো হয়। রাশেদুল আমিন এ তেল বেশি দামে বিক্রির উদ্দেশে মজুদ করেছিল।
কামরুজ্জামান শাহীন/এমকে