পেট্রোবাংলার কোম্পানি বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) একাধিক পদে কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। এই প্রতিষ্ঠানে ৯০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব)
পদসংখ্যা: ১৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: ভূতত্ত্ব/ভূতত্ত্ব ও খনিবিদ্যা/ভূতাত্ত্বিক বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণিতে (সিজিপিএ ৩.০) স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকোত্তর/সমতুল্য ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি (সিজিপিএ ২.২৫)।
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ (গ্রেড–৯)
২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ভূপদার্থ)
পদসংখ্যা: ৮
যোগ্যতা ও অভিজ্ঞতা: ভূপদার্থ/ফলিত পদার্থ বিজ্ঞান/পদার্থবিজ্ঞান অথবা ভূতত্ত্ব বিষয়ে প্রথম শ্রেণিতে (সিজিপিএ ৩.০) স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকোত্তর/ সমতুল্য অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি (সিজিপিএ ২.২৫)। তবে পদার্থবিজ্ঞান/ফলিত পদার্থবিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীদের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে একটি বিষয় ভূপদার্থ/ভূতত্ত্ব এবং ভূতত্ত্ব বিষয়ে ডিগ্রিধারীদের ক্ষেত্রে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে কমপক্ষে একটি বিষয় হিসেবে ভূপদার্থ/পদার্থবিজ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিকস)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: ফলিত পদার্থ ও ইলেকট্রনিকস বিষয়ে প্রথম শ্রেণিতে (সিজিপিএ ৩.০) স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকোত্তর/সমতুল্য অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি (সিজিপিএ ২.২৫) অথবা বিএসসি বা এমএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইসিটি)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি বা এমএসসি ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
৫. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (রসায়ন)
পদসংখ্যা: ৬
যোগ্যতা ও অভিজ্ঞতা: রসায়ন/ফলিত রসায়ন বিষয়ে প্রথম শ্রেণিতে (সিজিপিএ ৩.০) স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকোত্তর/সমতুল্য অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি (সিজিপিএ ২. ২৫) অথবা অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি (সিজিপিএ ২.২৫)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
৬. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: এমবিবিএস ডিগ্রি
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
৭. পদের নাম: সহকারী ড্রিলার
পদসংখ্যা: ৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন পাওয়ার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/পেট্রোলিয়াম/ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন পাওয়ার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
৮. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সিভিল)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি বা এমএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
৯. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মেকানিক্যাল)
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি বা এমএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন মেকানিক্যাল/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
১০. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি বা এমএসসি ইন ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
১১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম কৌশল)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি বা এমএসসি ইন পেট্রোলিয়াম/পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল রিসোর্সেস/পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
১২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কেমিকৌশল)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি বা এমএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
১৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি বা এমএসসি ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
১৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
পদসংখ্যা: ৯
যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রথম শ্রেণিতে (সিজিপিএ ৩.০) স্নাতকোত্তর অথবা দ্বিতীয় (গ্রেড-৯) শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকসহ (সম্মান) ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে (সিজিপিএ ২. ২৫) স্নাতকোত্তর/সমতুল্য ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি (সিজিপিএ ২.২৫)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
১৫. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (হিসাব ও অর্থ)
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যিক বিষয়ে প্রথম শ্রেণিতে (সিজিপিএ ৩.০) স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণিতে (সিজিপিএ ২.২৫) স্নাতকোত্তর বা সমতুল্য বা সিএ/এসিএমএ/এমবিএ ডিগ্রি অথবা বাণিজ্যিক বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি (সিজিপিএ ২.২৫)।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ (গ্রেড-৯)
১৬. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
১৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
১৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
১৯. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
২০. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রনিকস)
পদসংখ্যা: ২
যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
২১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার)
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
২২. পদের নাম: ট্রেইনি ড্রিলার
পদসংখ্যা: ১৪
যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা ইন পাওয়ার/ মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
২৩. পদের নাম: সহকারী কর্মকর্তা (প্রশাসন)
পদসংখ্যা: ৫
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতকোত্তর/সমতুল্য ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি (সিজিপিএ ২.২৫)।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
২৪. পদের নাম: সহকারী কর্মকর্তা (হিসাব ও অর্থ)
পদসংখ্যা: ৩
যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর/সমতুল্য ডিগ্রি অথবা বাণিজ্যিক বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি (সিজিপিএ ২.২৫)।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ (গ্রেড-১০)
বয়সসীমা
সাধারণ প্রার্থীদের বয়স ২০২২ সালের ১৪ জুলাই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের টেলিটকের এই ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার সব আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর অথবা [email protected] বা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ক্ষেত্রে সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম, পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা ও টেলিটকের চার্জ বাবদ ৬০ টাকাসহ মোট ৫৬০ টাকা টেলিটক প্রি–পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ জুন ২০২২ থেকে আগামী ১৪ জুলাই ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।