মন্তব্য
দেশে করোনা আক্রান্ত কেউ গত ২৪ ঘণ্টায় মারা যায়নি। তবে এ সময়ে একদিকে ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, অন্যদিকে মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ১৪৯ জন। বৃহস্পতিবার (৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ১৫ শতাংশ নমুনায় করোনার জীবাণু পাওয়া গেছে, নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ১২৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ৫ হাজার ১৫০টি।
এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৮৭১ জনের। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের এবং সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪ হাজার ৯২০ জন। এক কোটি ৪১ লাখ ৬৫ হাজার ৫১৪টি নমুনা পরীক্ষা হয়েছে। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৭৯।
এমকে