ইতিহাসের বৃহত্তম, আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি

০৯ জুন ২০২২

আগামী অর্থবছরের (২০২২-২৩) প্রস্তাবিত বাজেট একাদশ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। দেশের ইতিহাসের বৃহত্তম এ বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। চলমান অধিবেশনের বৃহস্পতিবারের (৯ জুন) বৈঠকে এ বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন, বাজেট উত্থাপনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

 ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এ বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্ব পেয়েছে কৃষি, খাদ্য, নতুন কর্মসংস্থান সৃজন, প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাত। এ বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি ) আকার ধরা হয়েছে ৪৪ লাখ ৪৯ হাজার ৯৫৯ কোটি টাকা। ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি দেখানো হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। অন্যদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা। এ বাজেটে ৫ দশমিক ৬ শতাংশ মূল্যস্ফীতি হবে বলে প্রক্ষেপণ করা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর