মন্তব্য
আগামী ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশি কিছু পণ্যের ক্ষেত্রে শুল্ক ও কর বাড়ানোর সুপারিশ করা হয়েছে। ফলে বাজেট পাসের পর এসব পণ্যের দাম বাড়তে পারে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে এ বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বাজেটে বৈদেশিক মুদ্রা সুরক্ষায় বিলাসবহুল পণ্যে আমদানি নিরুৎসাহিত করা হয়েছে।
শুল্ক বাড়ানোর তালিকায় আছে আমদানি করা বিলাসী পণ্য- বডি স্প্রে, প্রসাধনী পণ্য, জুস, প্যাকেটজাত খাদ্য, তামাকজাত পণ্য,মদ জাতীয় পণ্য, স্মার্ট মোবাইল ফোন, ফ্রিজ, এসিসহ বিলাসবহুল হোম অ্যাপ্লায়েন্স ও বিলাসবহুল গাড়ি। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেটে ভ্যাট, খুচরা বাজারে মোবাইল ফোনের ওপর ৫% ভ্যাট আরোপ করা হচ্ছে। ফলে মোবাইল ফোন এবং ইন্টারনেটের দাম বেড়ে যেতে পারে।
এমকে