বগুড়া প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ জাতীয় পর্যায়ে জারী গান প্রতিযোগিতায় ঘ বিভাগে আবারো দেশসেরা হয়েছে বগুড়া সরকারি আযিযুল হক কলেজের শিক্ষার্থী ও বগুড়া থিয়েটারের নাট্যকর্মী মাহবুবে সোবহানী বাপ্পি ও তার দল। ৫২ থেকে ৭১ এর প্রেক্ষাপট নিয়ে জারী গানটি রচনা ও নির্দেশনা করেছেন দলনেতা সোবহানী বাপ্পি নিজেই। ৮টি বিভাগের মধ্যে রাজশাহী বিভাগের এ জারীটি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। বিচারকদের মতে, লোক সংষ্কৃতির বিভিন্ন আঙ্গিক ব্যবহার করায় আধুনিকতায় নান্দনিক ও ভিন্ন মাত্রা পেয়েছে গানটি। এর আগে ২০১৯ সালের এ প্রতিযোগিতায় জারীতে দেশসেরা হয়েছিল এ কলেজ।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলীর পৃষ্টপোষকতায় ও উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদেরের সার্বিক সহযোগিতায় এ দলের প্রধান সমন্বয়ক ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক শাহজাহান আলী। এ গানের দোহারে অংশগ্রহণ করেন- সেরাজ উদ্দিন, সোহেল রানা, ঐশী রায়, মেহেরুন্নেসা ইতি, তাসনিম ত্রয়ী, শ্রুতি, রবিউল করিম, সানোয়ার সিহাব, আহমেদ নিয়াম ও বায়েজীদ নিবির।
অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান আলী জানান, সরকারি আযিযুল হক কলেজ এখন দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডেও এ কলেজ তার শিক্ষার্থীদের মাধ্যমে অনন্য মর্যাদা বয়ে আনছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখতে হবে বলে আশা তার।
দীপক কুমার সরকার/এমকে