দাম বাড়ছে খাদ্যবান্ধব কর্মসূচির চালের

০৯ জুন ২০২২

আগামী অর্থবছরের (২০২২-২৩) প্রস্তাবিত বাজেটে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বিতরণ করা চালের দাম কেজি প্রতি ১৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে এ বাজেট উত্থাপনকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের অতি দরিদ্র মানুষের জন্য দেওয়া এ চালের দর এখন প্রতি কেজি ১০ টাকা।  

অর্থমন্ত্রী আরো বলেন, চালের বাজারদর নিয়ন্ত্রণসহ স্বল্প আয়ের মানুষে খাদ্যপ্রাপ্তি সহজলভ্য করতে সরকার ওএমএস কার্যক্রমের মাধ্যমে নিয়মিতভাবে সুলভ মূল্যে চাল ও আটা বিক্রি করছে। ২০২২-২০২৩ অর্থবছরেও খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে। বছরের কর্মাভাবকাল-  সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং মার্চ ও এপ্রিল- এ পাঁচ মাস প্রস্তাবিত দরে চাল বিক্রি করার সুপারিশ করা হয়েছে এ বাজেটে। দেশের নিম্ন আয়ের ৫০ লাখ পরিবারের প্রতিটিকে ৩০ কেজি হারে চাল দেওয়া হবে। চলতি অর্থবছরে (২০২১-২০২২) এ কর্মসূচিতে ৫ লাখ ৭০ হাজার টন চাল ও ৪ লাখ ৮৫ হাজার টন আটা বিতরণ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।

এমকে

 


মন্তব্য
জেলার খবর