রমজানে খাদ্যপণ্যের সঙ্কট হবে না: বাণিজ্যমন্ত্রী

১৪ মার্চ ২০২২

ব্যবসায়ীরা মজুত করলে বর্তমানে বাজারে যে পরিমাণ পণ্য মজুদ আছে,  তাতে  রমজান মাসে খাদ্যপণ্যের কোনও সঙ্কট হবে না।  সোমবার (১৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন টিপু মুনশি। বিশ্বভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।

বাণিজ্যমন্ত্রী জানান, সরবরাহের ঘাটতি রোধে অবৈধ মজুত মনিটরিংয়ের জন্য কাজ বাণিজ্য মন্ত্রণালয়। বেশি পণ্য কিনে মজুত না করতে এ সময় ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী মনে করেন, এ মুহূর্তে জিনিসপত্রের দাম কমানোর একমাত্র উপায় হলো টিসিবির মাধ্যমে পণ্য বিক্রি করা। এ জন্য চেষ্টা করছে সরকার, রমজানে ১ কোটি মানুষকে টিসিবির আওতায় আনা হবে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর