মন্তব্য
বিশ্বজুড়ে জনপ্রিয় কলম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা। ফুটবল ২০১০ বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে ব্যপক পরিচিতি লাভ করেন। সম্প্রতি বার্সেলোনা তারকা জেরার্ড পিকের সাথে তার বিচ্ছেদ হয়েছে। তাদের গণসংযোগ এজেন্সির মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন এ দম্পতি।
এক বিবৃতিতে তারা বলেছেন, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমাদের কাছে সবচেয়ে প্রাধান্যের বিষয়- আমাদের সন্তানদের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
৪৫ বছর বয়সী শাকিরার সাথে ৩৫ বছর বয়সী পিকে ২০১১ সাল থেকে একত্রে আছেন। তাদের দুটি সন্তান রয়েছে। খবর আল আরাবিয়ার।