পাকিস্তানে আন্তর্জাতিক একটি সংস্থায় কাজ করা সুইডেনের একজন নারীকে তার বাড়ির সিকিউরিটি গার্ড ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছেন। সম্প্রতি রাজধানী ইসলামাবাদে এ ঘটনা ঘটে। ওই নারীর বসবাস রাজধানীর জি৬/৪ নম্বর বাসায়। সেখানেই মঙ্গলবার দিবাগত রাতে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ অভিযোগ করার পর আবপাড়া পুলিশ পাকিস্তান দণ্ডবিধির ৩৭৬ ও ৩৭৭ ধারার অধীনে একটি মামলা করেছে। অন্যদিকে অভিযুক্ত নিরাপত্তাকর্মীকে তাদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। খবর জিও নিউজের।
এফআইআর অনুযায়ী, এ বছরের শুরু থেকেই ইসলামাবাদে বসবাস করছেন সুইডেনের ওই নারী। তিনি বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বেডরুমে ঘুমন্ত অবস্থায় ছিলাম। কিছু একটা শব্দে যখন আমি জেগে যাই, বুঝতে পারি রুমে কেউ একজন আছে। এ সময় পিছন থেকে কেউ একজন আমার ওপর হামলে পড়ে।
অন্ধকার থাকার কারণে সে কে- তা চিনতে পারিনি। আক্রমণকারী আমার চেয়ে প্রচুর শক্তিশালী। সে আমার মুখ হাত দিয়ে চেপে ধরে ধর্ষণ করে। এ সময় আমার দম বন্ধ হয়ে আসছিল। ফলে মারা যেতে পারতাম।