২৪ ঘণ্টায় শনাক্ত ৬৪

১০ জুন ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় কোনো করোনা রোগীর মৃত্যু না হলেও শনাক্ত হয়েছে ৬৪ জন। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থতা ফিরে পেয়েছেন ১৪৫ জন। শুক্রবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৫। ৪ হাজার ৬৮৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের সংগ্রহসহ পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৫৫টি।

এখন পর্যন্ত  করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৫৩ হাজার ৯৩৫ জন। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৬৫ জন।  মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৪১ লাখ ৭০ হাজার ২৬৯টি। শনাক্তের হারের গড় ১৩ দশমিক ৭৯ ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর